নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক নির্বাচিত হয়েছেন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কৃতি সন্তান মাসুম বিল্লাহ।
গতকাল শনিবার (১৭ মে) সংগঠনটির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষিত হয়। কমিটিতে তিনি সংগঠক হিসেবে স্থান পেয়েছেন। এর আগে গত শুক্রবার (১৬ মে) এনসিপির অঙ্গ সংগঠন হিসেবে রাজধানীর শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ করে জাতীয় যুব শক্তি। ওইদিন আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং গতকাল পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহেদুল ইসলাম।
কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সংগঠক মাসুম বিল্লাহ বলেন, যুবকদের নিয়ে এ দেশের আপামর জনতার যে আশা আকাঙ্খা, সেটি পুরণের জন্যেই জাতীয় যুব শক্তির জন্ম হয়েছে। আমরা দেশের যুব শক্তিকে কাজে লাগিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার কাজ করতে চাই। গতানুগতিক যুব রাজনূতি বলতে যা বোঝায় আমরা সেটা থেকে বেরিয়ে আসতে চাই এবং নতুন ধারার রাজনীতির সাথে সমাজ ও রাষ্ট্রকে পরিচয় করিয়ে দিতে চাই।
আরো পড়ুন: বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়: হাসনাত আব্দুল্লাহ
প্রসঙ্গত, মাসুম বিল্লাহ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার তুলারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জাফরপাড়া দারুল উলুম কামিল মাদারাসা থেকে কৃতিত্বের সাথে দাখিল এবং তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। জুলাই আন্দোলনে তিনি অসামান্য অবদান রেখেছেন।
প্রবা/আরইসআর
Leave a Reply