ডেস্ক রিপোর্ট:: দুপুরে কুমিল্লায় মুখোমুখি হবে আবাহনী-মোহামেডান। শনিবার (২৬ এপ্রিল) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর সাড়ে ৩টায়।
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই মাঠে গড়াবে প্রিমিয়ার লিগের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচ। ঢাকা ডার্বি মাঠে গড়ানোর আগেই শুরু কথার লড়াই। দুদলের জন্যই এ লড়াই ঐতিহ্যের ধারক। এমন হাইভোল্টেজ ম্যাচ দেখতে মুখিয়ে থাকেন সমর্থকরাও।
ফেডারেশন কাপের ফাইনালের বাকি অংশে নামার আগেই প্রিমিয়ার লিগে আবাহনীর সামনে আরও এক কঠিন পরীক্ষা। মোহামেডানের বিপক্ষে ম্যাচটি আকাশি-নীলদের জন্যে এক রকম ফাইনালের মতই। হারলেই পিছিয়ে যাবে শিরোপার দৌড় থেকে। আর জিতলে সুযোগ থাকবে শীর্ষে থাকা মোহামেডানের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর। মোহামেডানের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে টেবিলের দুইয়ে আবাহনী। ১১ ম্যাচে ৮ জয় আছে তাদের। বড় ম্যাচ নিয়ে কোনো চাপ নয়, বরং সুযোগটা কাজে লাগাতে চায় ধানমন্ডির দলটি।
আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু গণমাধ্যমকে বলেন, ‘আমরা তাদের (মোহামেডান) চেয়ে পিছিয়ে আছি। ব্যবধান কমিয়ে আনতে এটাই ভালো সময়।’
আবাহনীর মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় বলেন, ‘আমাদের জন্য প্রতিটি খেলাই ফাইনালের মতো। আমরা ওভাবেই প্রস্তুতি নিচ্ছি।’
এদিকে প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে মোহামেডান। এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১০টিতেই জিতেছে মতিঝিলের দলটা। বিপিএলে লম্বা সময় ধরে শীর্ষস্থান দখলে রেখেছে আলফাজ আহমেদের দল। উত্তাপ ছড়ানো ম্যাচে পূর্ণ পয়েন্ট নিজেদের পকেটে নিয়েই শীর্ষস্থান আরও মজবুত করতে চায় মোহামেডান। প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে টানা জয়ের লক্ষ্য তাদের।
মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ নকিব বলেন, ‘আমরা তিন পয়েন্টের জন্য খেলব। ভালো খেলেই ফিরব।’
দু’দলের মুখোমুখি শেষ ৫ ম্যাচে ৩ জয়ে এগিয়ে আছে মোহামেডান।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply