নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
পর্দার অভিনয়ে মা-ছেলে, বাস্তবে তারা স্বামী-স্ত্রী

পর্দার অভিনয়ে মা-ছেলে, বাস্তবে তারা স্বামী-স্ত্রী

ডেস্ক রিপোর্ট: নায়ক-নায়িকার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠা খুব সাধারণ। মূলত শুটিং সেট থেকেই শুরু হয় এসব প্রেমের গল্প; আর সে থেকে বিয়ের ঘটনাও অহরহ। তাদের মধ্যে এক দম্পতির কথা না বললেই নয়; যারা একসময় ক্যামেরার সামনে ছিলেন মা-ছেলের চরিত্রে!

বলা বাহুল্য, এই দম্পতির গল্প অন্যসব তারকা দম্পতিদের মতো না। হিন্দি সিরিয়াল ‘পেয়ার কি ইয়ে এক কাহানি’-তে মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী কিশ্বর বণিক। একই ধারাবাহিকে তার ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন সুয়াশ রায়।

কিন্তু কেউ ভাবতেই পারেনি, এই দুই অভিনয়শিল্পী প্রেমে পড়বেন। বিষয়টি নিয়ে চমকানোর আরও একটি কারণও তাদের বয়সের পার্থক্য।

অভিনেত্রী কিশ্বরের চেয়ে বয়সে আট বছরের ছোট অভিনেতা সুয়াশ রায়। ১১ বছর আগে পর্দায় তাদের মা-ছেলের রসায়ন দর্শকের কাছে জমেও উঠেছিল বেশ।

একপর্যায়ে অভিনেত্রী ঘোষণা করেন, বয়সে আট বছরের ছোট সুয়াশকে বিয়ে করতে চলেছেন তিনি।

তাদের সম্পর্কের মাঝে শুধু বয়স নয়, প্রতিবন্ধকতা হতে পারতো ভিন্ন ধর্মের বিষয়টিও। কিশ্বর মুসলিম, আর সুয়াশ ছিলেন একটি হিন্দু পাঞ্জাবি পরিবারের সন্তান।

তবে, কিশ্বর স্পষ্ট করে বলেছেন, ধর্ম কখনোই তাদের বিয়ের পথে বাধা ছিল না। ২০১৬ সালে দুজনের বিয়ে হয়।

এই দম্পতি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল অনেক আগেই। কিন্তু, সুয়াশের পরিবার এ নিয়ে বিরোধিতা করেন। আর বিরোধিতার কারণ ছিল বয়সের পার্থক্য। পরে সুয়াশ তার মা-বাবাকে বুঝিয়ে রাজি করান। অবশেষে তাদের প্রেম বিবাহে পরিণত হয়।

বিয়ের পর অবশ্য এই দম্পতিকে ট্রলের মুখেও পড়তে হয়েছিল। সমালোচনা হয় দুজনের বয়সের পার্থক্য নিয়ে। যদিও তারা সাংসারিকভাবে সুখী, তাদের ঘরে রয়েছে একটি পুত্রসন্তানও।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com