নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
অনুশীলনে চোট পেয়ে হার্দিকের কপালে ৭ সেলাই

অনুশীলনে চোট পেয়ে হার্দিকের কপালে ৭ সেলাই

স্পোর্টস ডেস্ক ::ছবিটা প্রথম দেখা গিয়েছিল টসের সময়। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডের বাঁ চোখের উপরে কপালে ব্যান্ডেজ বাঁধা। তখনই আলোচনা শুরু হয়েছিল, কী হয়েছে হার্দিকের? কী ভাবে চোট পেলেন তিনি? তখন হার্দিক বা মুম্বাই কিছু না জানালেও পরে জানা গেছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলা শুরুর আগে চোট পেয়েছেন হার্দিক।

রাজস্থানের বিপক্ষে খেলার আগে অনুশীলন করছিল মুম্বাই। সেই সময় স্থানীয় এক বোলারের বলে সুইপ করতে যান হার্দিক। বল তার ব্যাটে লেগে বাঁ চোখের উপর কপালে লাগে। সঙ্গে সঙ্গে হার্দিকের চোট পরীক্ষা করে দেখেন দলের চিকিৎসকরা।

হার্দিককে তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার কপালে সাতটি সেলাই দেওয়া হয়। সেই সেলাই নিয়েই তিনি রাজস্থানের বিপক্ষে খেলতে নামেন।

রাজস্থানের বিপক্ষে সেই কারণে একটি বিশেষ ধরনের চশমা পরেছিলেন হার্দিক। সেই চশমা কপালের ব্যান্ডেজের উপরে ছিল। এমন ভাবে সেই চশমা ছিল যাতে আবার কপালে চোট না লাগে। ম্যাচ চলাকালীন অবশ্য আর চোট পাননি হার্দিক। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

কপালে চোট পেলেও মাঠে তার কোনো প্রভাব দেখা যায়নি। চার নম্বরে ব্যাট করতে নেমে বিধ্বংসী ব্যাটিং করেছেন। প্রথমে কিছুটা ধীর গতিতে খেললেও যত ইনিংস গড়িয়েছে তত হাত খুলেছেন তিনি। শেষ দিকে ফজল হক ফারুকির এক ওভারে নিয়েছেন ২২ রান।

সবমিলিয়ে ২৩ বলে ৪৮ রানের ইনিংস খেলেছেন হার্দিক। ৬টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। সূর্যকুমার যাদবের সঙ্গে হার্দিকের জুটিতে মুম্বাইয়ের রান ২১৭ পর্যন্ত নিয়ে যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com