বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
ডিএমপির এডিসি’র সাথে সৌজন্য সাক্ষাতে গিয়ে ফেঁসে গেলেন হাতীবান্ধার ওসি লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলা হঠাৎ মাইগ্রেনের ব্যাথায় চিকিৎসাধীন অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু হাসিমুখের পিছনে মেধার গল্প—শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ দক্ষিণ আইচা প্রেসক্লাবের কমিটি গঠন,সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক আবু তাহের মাস্টার লালমনিরহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান সুজন জেল গেট থেকে পুনরায় গ্রেফতার কালীগঞ্জে কদম গাছ থেকে নব মুসলিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার এনসিপি-জাপা ছেড়ে বিএনপিতে যোগদান পাঁচ শতাধিক নেতাকর্মীর সেনাবাহিনীর অভিযানের মুখে হার্ট এট্যাকে বিএনপি নেতা ডাবলুর মৃত্যু, সড়ক অবরোধ
এমপিও নীতিমালায় শিক্ষকদের কোচিং বাণিজ্য নিয়ে যে নির্দেশনা দিল সরকার

এমপিও নীতিমালায় শিক্ষকদের কোচিং বাণিজ্য নিয়ে যে নির্দেশনা দিল সরকার

স্টাফ রিপোর্টার: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। রবিবার (৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা হয়।

এই নীতিমালার ২৪ নম্বর ধারায় পেশার উৎকর্ষ সাধনের কথা বলা হয়েছে। এতে ৩ নম্বর উপধারায় বলা হয়েছে, কোচিং বাণিজ্য ও নোটবুক ব্যবহার হতে বিরত থাকতে হবে। ফলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের কোচিং বাণিজ্যের লাগাম টেনে ধরা হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।


জানা গেছে, অভিভাবক ও শিক্ষার্থীরা কোচিং বাণিজ্যে যুক্ত শিক্ষকদের কাছে জিম্মি হয়ে পড়ছেন; যা পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে এবং এ ব্যয় মেটাতে অভিভাবকরা হিমশিম খাচ্ছেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার ২০১২ সালে কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা জারি করে। এরপরও শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং বাণিজ্যের লাগাম টেনে ধরতে পারেনি বিগত সরকার। এবার সেই কোচিং বাণিজ্যের লাগাম টেনে ধরতে এমপিও নীতিমালায় সংযুক্ত করা হল উপধারা।

এদিকে এই নীতিমালার ২৪ নম্বর ধারা ১ নম্বর উপধারায় বলা হয়েছে, শিক্ষকতার ক্ষেত্রে নির্ধারিত পাঠ্যক্রম, শিক্ষণ-শিখন, নিয়মানুবর্তিতা ও শুদ্ধাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে; ২ নম্বর উপধারায় বলা হয়েছে, বিষয়ভিত্তিক উচ্চমানের দক্ষতা অর্জনের পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে পারদর্শী হতে হবে; ৪ নম্বর উপধারায় বলা হয়েছে, প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডমিক শৃঙ্খলা রক্ষায় কর্তৃপক্ষের নির্দেশনা প্রতিপালনে সচেষ্ট থাকতে হবে; ৫ নম্বর উপধারায় বলা হয়েছে, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি শিক্ষকগণের মধ্যে প্রতি বছর শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করে পুরস্কারের ব্যবস্থা করবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com