কেফায়েত উল্লাহ্,নিজস্ব প্রতিবেদক::লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড এর বাসিন্দা আল হাবিব এর শিশু ছেলে আনাছের হার্ডে ছিদ্র ধরা পরার পরেও অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না শিশু আনাছের বাবা হাবিব।

শিশু আনাছের হার্ডে ছিদ্র পাওয়ায় ডাক্তার ২০২৪ সালের জুন মাসে দ্রুত আপারেশনের পরামর্শ দেয়। কিন্তু দিন মজুর আল হাবিব চিকিৎসার অর্থ যোগাতে না পারায় থেমে আছে শিশু আনাছের চিকিৎসা।
শিশু আনাছের অপারেশন করতে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকা প্রয়োজন। দিনমজুর আনাছের বাবার পক্ষে চিকিৎসার এই ব্যয় বহন করা সম্ভব নয়।কোথাও থেকে কোন রখম আর্থিক সথায়তা না পাওয়ায় ছেলে আনাছের চিকিৎসা করাতে পারছে না অসহায় আনাছের বাবা।অর্থের অভাবে চিকিৎসা করতে না পারায় ধীরে ধীরে শিশু আনাছের অবস্থা আরও অবনতির সাথে দেখা দিচ্ছে নতুন রোগ।

শিশু আনাছের চিকিৎসার জন্য সরকার ও দেশবাসীর কাছে সাহায্যের অবেদন জানিয়েছেন অসহায় শিশু আনাছের বাবা আল হাবিব।
এ বিষয়ে সমাজ সেবা কার্যালয়ের পরিচালক মোঃ ফজলুল হক বলেন, চিকিৎসার জন্য অনলাইনে আবেদন করলে যাচাই বাচাই করে চিকিৎসার জন্য আর্থিক সহায়তায় প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন মোঃ ফহলুল হক।

এলাকাবাসী জানায়,সরকার ও দেশবাসী মানবিক সহায্যের হাত বাড়ালে হয়তো শিশু আনাছ সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।
যোগাযোগ—
আনাস এর বাবা :
01929423359 —বিকাশ পারসোনাল
01754544914– নগদ পারসোনাল
Leave a Reply