বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
ডিএমপির এডিসি’র সাথে সৌজন্য সাক্ষাতে গিয়ে ফেঁসে গেলেন হাতীবান্ধার ওসি লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলা হঠাৎ মাইগ্রেনের ব্যাথায় চিকিৎসাধীন অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু হাসিমুখের পিছনে মেধার গল্প—শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ দক্ষিণ আইচা প্রেসক্লাবের কমিটি গঠন,সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক আবু তাহের মাস্টার লালমনিরহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান সুজন জেল গেট থেকে পুনরায় গ্রেফতার কালীগঞ্জে কদম গাছ থেকে নব মুসলিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার এনসিপি-জাপা ছেড়ে বিএনপিতে যোগদান পাঁচ শতাধিক নেতাকর্মীর সেনাবাহিনীর অভিযানের মুখে হার্ট এট্যাকে বিএনপি নেতা ডাবলুর মৃত্যু, সড়ক অবরোধ
জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলা

জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলা

ডেস্ক রিপোর্ট::খাগড়াছড়ি পার্বত্য জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর ভাড়া বাসার সামনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে। খাগড়াছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শালবন এলাকায়, জেলা পরিষদ অফিসার্স ডরমিটরির পেছনে অবস্থিত উন্নয়ন বোর্ড রেস্টহাউজ এলাকার ওই বাসার সামনে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকেই ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে সরে যান।

প্রাথমিকভাবে জানা গেছে, হামলার সময় বাসায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে হঠাৎ ককটেল বিস্ফোরণের কারণে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার পরপরই স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতেই পরিকল্পিতভাবে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে এই ককটেল হামলা চালানো হয়েছে। তিনি এটিকে ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলা হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশ ও নির্বাচনী শান্তি বিঘ্নিত করে। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিরও আহ্বান জানান জেলা জামায়াতের এই নেতা।

এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com