নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
সুন্দরগঞ্জে মাদ্রাসা সুপারকে লাঞ্চিত করে চাঁদা দাবি, থানায় অভিযোগ দায়ের!

সুন্দরগঞ্জে মাদ্রাসা সুপারকে লাঞ্চিত করে চাঁদা দাবি, থানায় অভিযোগ দায়ের!

স্টাফ রিপোর্টার:: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী মজিদিয়া দাখিল মাদ্রাসার সুপার শহীদুর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার সুপার উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী মোঃ আবু রায়হান মিয়াসহ অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার (৮ মে) অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ। এর আগে বুধবার (৭ মে) রাতে মাদ্রাসা সুপার থানায় এই অভিযোগ করেন।

 

আরো পড়ুন: লালমনিরহাটের শিবরাম স্কুলের বৃত্তি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য!

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ মে দুপুর ১টার দিকে অফিস সহকারী রায়হান মিয়ার নেতৃত্বে ১৫-১৬ জনের একটি দল বেআইনিভাবে মাদ্রাসা চত্বরে প্রবেশ করে সুপারের কক্ষে ঢুকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সুপারের মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে হুমকি-ধমকি দেয়। পরে সুপার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে পুলিশ সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযোগে অভিযুক্তদের মধ্যে আরও রয়েছেন মোফাকখারুল ইসলাম মঞ্জু, নুরুল আলম, রফিকুল ইসলাম রাজা, জিয়াউর রহমান, জয়নাল আবেদীন, মুনসুর আলী ও আইয়ুব আলী।

মাদ্রাসা সুপার শহীদুর রহমান বলেন, “আমি ২০২০ সালের নভেম্বর মাসে সুপার হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই অভিযুক্তরা নানা সময়ে প্রকাশ্যে ও গোপনে চাঁদা দাবি করে আসছিলেন। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমার বিরুদ্ধে ভিত্তিহীন নিয়োগ বাণিজ্যের অভিযোগ তোলে এবং একপর্যায়ে লাঞ্ছনার ঘটনা ঘটায়।”

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মাদ্রাসা সুপারের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com