লালমনিরহাট প্রতিনিধি: এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় ২০২৪ সালের বৃত্তি পরীক্ষার ফলাফলে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুল জেলায় শীর্ষে রয়েছে। এবারে রংপুর বিভাগীয় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফলে শিবরাম আদর্শ পাবলিক স্কুল থেকে মোট ৭৯ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩৪ জন ও সাধারণ গ্রেড পেয়েছে ৪৫ জন ।
লালমনিরহাট জেলায় এ চমকপ্রদ সাফল্য অর্জন করে আলোড়ন তৈরি করেছে শিবরাম আদর্শ পাবলিক স্কুল। ফলশ্রুতিতে প্রতিষ্ঠানজুড়ে বইছে আনন্দের বন্যা। এর আগে সোমবার (৫ মে) দুপুর ১২ টায় এ ফলাফল প্রকাশ করা হয়।
মোট ৭৯ জনের এই অসাধারণ অর্জনে প্রতিষ্ঠানটির পরিচালক মো.রাশেদুল ইসলাম রাশেদ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানান এবং নিজ হাতে মিষ্টিমুখ করিয়ে শুভকামনা প্রকাশ করেন। তিনি বলেন, এই অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, পুরো লালমনিরহাট জেলার জন্য গর্বের। শিক্ষার্থীদের নিষ্ঠা, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সহপাঠীরা। তাঁরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আগামীর পথচলায় সাহস ও প্রেরণা জোগান। শিক্ষার্থীরাও তাদের ভবিষ্যৎ স্বপ্ন ও লক্ষ্য নিয়ে আশাবাদ ব্যক্ত করে।
পরিচালক আরও জানান, এই সাফল্য আমাদের আরও দায়িত্বশীল করে তুলেছে। শিবরাম আদর্শ পাবলিক স্কুল ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
এ ব্যাপারে লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় বলেন, এসোসিয়েশন থেকে বৃত্তির ব্যবস্থা করায় শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটছে। এটি চালু রাখতে হবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি শিবরাম আদর্শ পাবলিক স্কুলসহ বেশ কিছু কিন্ডার গার্টেন ভাল জায়গায় রয়েছে বলে জানান তিনি।
Leave a Reply