নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
এবার দক্ষিণবঙ্গ শাটডাউনের হুঁশিয়ারি ছাত্রজনতার!

এবার দক্ষিণবঙ্গ শাটডাউনের হুঁশিয়ারি ছাত্রজনতার!

স্টাফ রিপোর্টার:: উপাচার্য প্রফেসর ড. শূচিতা শরমিনের পদত্যাগের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। এবার ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে জানিয়েছেন, দাবি না মানলে গোটা দক্ষিণবঙ্গ শাটডাউন করা হবে।

রোববার (৪ মে) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভাগের পক্ষে শিক্ষার্থী আরাফাত বকতিয়ার শুভ বলেন, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার পরও আমাদের যৌক্তিক দাবি দীর্ঘ ২৪ ঘণ্টা পার হলেও পূরণ হয়নি। তাই পূর্ব ঘোষিত পদক্ষেপ অনুযায়ী আমরা চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।

শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনিক পদগুলোতে পক্ষপাতমূলকভাবে বিতর্কিত শিক্ষকদের পুনর্বাসন করেছেন। এসব শিক্ষকের বিরুদ্ধে রয়েছে ফ্যাসিবাদী আচরণের অভিযোগ।

তারা বলেন, বহুবার দাবি তুললেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। বরং আন্দোলন দমনে শিক্ষার্থীদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, পূর্বে ২২ দফা দাবি পেশ করা হলেও ছয় মাসে তার বাস্তবায়ন হয়নি। বিশেষ করে, গত জুলাই মাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ বিচারের আওতায় আসেনি।

আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের একজন ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর চিকিৎসা সহায়তার আবেদন পাঁচ মাস ধরে উপাচার্যের স্বাক্ষরের অপেক্ষায় পড়ে থাকার ঘটনাও তুলে ধরেন।

তারা বলেন, বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক প্রতিষ্ঠান। এখানে স্বৈরাচারী মনোভাবের কোনো প্রশাসকের থাকার সুযোগ নেই। অবিলম্বে পদত্যাগ না করলে আমরা গোটা দক্ষিণবঙ্গ অচল করে দেব।

অন্যদিকে, বেলা সাড়ে ১১টায় উপাচার্য ড. শূচিতা শরমিন তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।

উল্লেখ্য, এর আগে গত ৩০ নভেম্বর উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। পরে এক বৈঠকে এক মাসের সময়সীমা নির্ধারণ করে তারা আন্দোলন স্থগিত করেছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com