নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
গাইবান্ধায় ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থী ও শ্রমজীবীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাদ্য বিতরণ

গাইবান্ধায় ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থী ও শ্রমজীবীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাদ্য বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানীয় জল ও হালকা খাদ্যসামগ্রী (বিস্কুট) বিতরণ করা হয়েছে।

রবিবার (৪ মে) দুপুর ১টা থেকে গাইবান্ধা সরকারি কলেজ চত্বরে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। প্রচণ্ড গরমে জনসাধারণের কষ্ট লাঘবে ছাত্রদলের এই মানবিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ছাত্রনেতা শাহরিয়ার নাজিম, নাফি হাসানাত, রিয়াদুল রাকিব, শেখ ইমরান, আনাস সাদ, এরফান আহমেদসহ আরও অনেক নেতাকর্মী।

এ সময় ছাত্রনেতারা জানান, ‘ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের মানবিক দায়িত্ব পালনের চেষ্টা করেছি।’

উল্লেখ্য, চলমান তীব্র দাবদাহে জনসাধারণের ভোগান্তি লাঘবে দেশজুড়ে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় বিভিন্ন জেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে এমন সেবামূলক কর্মসূচি পালিত হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com