নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:: গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে হাসনাতের নিজ এলাকা কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল করা হয়েছে। রোববার (৪ মে) রাত সাড়ে ৮টার দিকে দেবিদ্বারে পৌর সদরে বিক্ষোভ মিছিল করা হয়।

জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই বিক্ষোভের ডাক দেয়। তাতে সাড়া দিয়ে বিক্ষোভে অংশ নেন শত শত শিক্ষার্থী ও নানান শ্রেণি-পেশার মানুষ।

মিছিলে ‘হাসনাতের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, হাসনাতের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে অংশগ্রহণকারীদের।

মিছিলে মশাল হাতে নিয়ে প্রতিবাদ জানাতেও দেখা গেছে। বিক্ষোভ মিছিলটি দেবিদ্বারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com