নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
লাইপজিগের বিপক্ষে নাটকীয় ড্র, শিরোপার অপেক্ষা বাড়লো বায়ার্নের

লাইপজিগের বিপক্ষে নাটকীয় ড্র, শিরোপার অপেক্ষা বাড়লো বায়ার্নের

অনলাইন ডেস্ক:: বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ও লাইপজিগের মধ্যকার নাটকীয়তায় ভরা ম্যাচটি ড্র হয়েছে ৩-৩ গোলে। দুর্দান্ত প্রত্যাবর্তনের পরও শিরোপা উৎসব করা হল না বাভারিয়ানদের।

শনিবার (৪ মে) রেড বুল অ্যারেনায় বায়ার্নকে আতিথ্য দেয় লাইপজিগ। জোড়া গোলে পিছিয়ে পড়েও এক পর্যায়ে লিড নেয় বাভারিয়ানরা। ৩৪তম শিরোপা জয়ের মাহেন্দ্রক্ষণ তখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। তবে ইনজুরি টাইমে আবার গোল হজম করলে সেই স্বপ্ন ফিকে হয়ে যায় ভিনসেন্ট কোম্পানির শিষ্যদের।

অ্যাওয়ে ম্যাচে মাঠে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বায়ার্নের। লাইপজিগের হয়ে ১১ এবং ৩৯ মিনিটে গোল করেন যথাক্রমে সেসকো এবং ক্লস্টারমান। ২-০ তে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বায়ার্ন। গোল শোধে মরিয়া হয়ে উঠা দলটি শানাতে থাকে একের পর এক আক্রমণ। ম্যাচের ৬২ এবং ৬৩ মিনিটে ডায়ার এবং ওলিসের গোলে সমতায় ফেরে ভিনসেন্টের দল।

এরপর আরও চাপ বাড়ায় তারা। ৮৩ মিনিটে জোরালো শটে দলকে লিড এনে দেন লেরয় সানে। গ্যালারি তখন চলছে উৎসবের প্রস্তুতি। সবাই যখন ধরেই নিয়েছে বুন্দেসলিগার শিরোপা জিততে চলেছে বায়ার্ন মিউনিখ ঠিক তখনই সেই আশায় পানি ঢেলে দেন ইউসুফ পলসেন। ড্র’য়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে কোম্পানির দল।

দুই ম্যাচ হাতে রেখে বায়ার্নের শিরোপা নিশ্চিত করার সম্ভাবনা অবশ্য এখনও শেষ হয়ে যায়নি। ফ্রেইবুর্কের মাঠে রোববার বায়ার লেভারকুসেন পয়েন্ট হারালেই চ্যাম্পিয়ন হয়ে যাবে মিউনিখের দলটি।

মৌসুমে ৩২ ম্যাচে ২৩ জয় ও ৭ ড্র’য়ে বায়ার্নের পয়েন্ট ৭৬। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে বায়ার লেভারকুসেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com