আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের ৩২টি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। আগামী ১৫ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে ওই বিমানবন্দরগুলি বলে জানিয়েছে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া।
অপারেশন সিঁদুর অভিযানের পর থেকেই ভারতকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে পাকিস্তান। শ্রীনগর-সহ একাধিক এলাকাকে লক্ষ্য করে ড্রোন হামলাও হয়েছে। তার পর থেকেই নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে উত্তর ভারত এবং দেশের পশ্চিমাঞ্চলের বিভিন্ন বিমানবন্দর।
আরো পড়ুন: লালমনিরহাটের শিবরাম স্কুলের বৃত্তি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য!
শুক্রবার রাতেই, ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-এর তরফে জানানো হয়েছে, আগামী ১৫ তারিখ পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে ৩২টি বিমানবন্দর। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ (AAI) এবং সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ বিমানকর্মীদের কাছে একাধিক নোটিস (NOTAM) জারি করেছে। তাতেই উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দরে সমস্ত বেসামরিক বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।
ডিজিসিএ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘অপারেশনাল কারণে’ ওই বিমানবন্দরগুলি আপাতত বন্ধ রাখা হচ্ছে।
কোন কোন বিমানবন্দর বন্ধ:
যে বিমানবন্দরগুলি বন্ধ থাকবে সেগুলি মধ্যে আছে অধমপুর, আম্বালা, অমৃতসর, অবন্তিপুর, ভাতিন্ডা, ভুজ, বিকানের, চণ্ডীগড়, হালওয়ারা, হিন্ডন এবং জম্মু। এই তালিকায় আছে জয়সলমীর, জামনগর, যোধপুর, কান্ডলা, কাংড়া (গাগল), কেশোদ, কিষাণগড়, কুল্লু মানালি (ভুন্টার) এবং লেহ বিমানবন্দর-ও। এছাড়াও আগামী ১৫ তারিখ পর্যন্ত লুধিয়ানা, মুন্দ্রা, নালিয়া, পাঠানকোট, পাতিয়ালা, পোরবন্দর, রাজকোট (হিরাসার), সারসাওয়া, সিমলা, শ্রীনগর, থোয়াইস এবং উত্তরলাই বিমানবন্দরেও কোনও বাণিজ্যিক ফ্লাইট চলাচল করবে না বলে জানানো হয়েছে ডিজিসিএ-এর তরফে।
বিশেষ ব্যবস্থা রেলের:
জম্মু-সহ বিভিন্ন বিমানবন্দর এখন বন্ধ রাখার কারণে সমস্যায় পড়েছেন পর্যটকরা। তাঁরা সেখানে গিয়ে আটকে পড়েছেন। এই কারণে তাঁদের ফেরাতে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। তাঁদের জন্য বাড়তি ট্রেন চালানো হবে। এই পরিস্থিতে জম্মু ও উধমপুর থেকে দিল্লি পর্যন্ত ৩টি স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এর মধ্যে থাকছে বন্দে ভারত এক্সপ্রেসও। বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়েছে ভারতীয় রেল।
Leave a Reply