নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুসন্ধান শেষে ব্যবস্থা: দুদক

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুসন্ধান শেষে ব্যবস্থা: দুদক

তাহমিনা আক্তার,স্টাফ রিপোর্টার:: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দৃষ্টি এবার শিক্ষাখাতের দুর্নীতি। বিগত সরকারের আমলে পিছিয়ে ছিলো না শিক্ষাখাতের দুর্নীতিও। এসব অভিযোগ আমলে নিয়ে এবার মাঠে নেমেছে প্রতিষ্ঠানটি।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি অনুসন্ধান শেষে ব্যবস্থা নেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়ে দুদক মহাপরিচালক জানিয়েছেন, এরই মধ্যে অর্থপাচার ও কর ফাঁকির অভিযোগে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। একই সঙ্গে চলছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান।

এরই মধ্যে অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে নর্দান ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রির চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান।

বিধিমালা লঙ্ঘন করে নিজস্ব আয়ের প্রায় সাড়ে তিনশ’ কোটি টাকা শান্ত মারিয়াম ফাউন্ডেশনে হস্তান্তর ও প্রতিষ্ঠালগ্ন থেকে প্রায় ১০২ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ শান্ত মারিয়াম ইউনিভার্সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। ইতিমধ্যে নথিপত্র তলব করে পাঠানো হয়েছে চিঠি।

একইভাবে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তত ডজনখানেক ভিসির বিরুদ্ধে নিয়োগে জালিয়াতিসহ নানা অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

দুদক মহাপরিচাল আক্তার হোসেন বলেন, যেসব ক্ষেত্রে ফৌজদারি অপরাদ হয়েছে, সেগুলোর ক্ষেত্রে ফৌজদারি মামলা রুজু হবে। যেসব ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থার আওতাধীন হবে, সেগুলো অবশ্যই তদন্তকারী দল তাদের প্রতিবেদনে সুপারিশ করবেন।

এদিকে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সৈয়দা রুবিনা আক্তার মিরার বিরুদ্ধে প্রায় ৩০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন অভিযোগে মামলা করেছে- দুদক। ১২৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ মামলা হয়েছে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com