নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
নগর ভবনে তালা দিল বিএনপি নেতাকর্মীরা, অফিসে যাননি আসিফ মাহমুদ

নগর ভবনে তালা দিল বিএনপি নেতাকর্মীরা, অফিসে যাননি আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক ::আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব হস্তান্তরের দাবিতে দ্বিতীয় দিনের মতো নগরভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে হাজারো নেতাকর্মী নগরভবনের সামনের প্রধান ফটকে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন। পরে এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে নগরভবনের বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভে যোগ দেন সিটি করপোরেশনের শ্রমিক ও কর্মচারীরা। এতে ডিএসসিসির প্রশাসনিক কার্যক্রমে কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়।

এর আগে, গতকাল বুধবার দুপুর ১২টায় মানববন্ধন কর্মসূচি থেকে বৃহস্পতিবারের অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সকাল থেকেই ডিএসসিসির প্রধান কার্যালয় নগরভবনের সামনে ও ভেতরে অবস্থান নেন বিক্ষোভকারীরা। তারা ইশরাক হোসেনের শপথ গ্রহণে বিলম্বের প্রতিবাদ জানিয়ে একাধিক স্লোগানে মুখরিত করেন নগরভবন চত্বর। তাদের মুখে শোনা যায়— ‘শপথ নিয়ে তালবাহানা চলবে না চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’, ‘রায় দিয়েছেন আদালত, বাধা দেওয়ার তুই কে’, ‘আমাদের মেয়র আমরাই বানাবো’— এমন নানা স্লোগান।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের দাবি, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেনই বৈধ মেয়র। তা সত্ত্বেও তাকে কেন এখনো শপথ করানো হয়নি, তার সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন তারা।

তাদের বক্তব্য, একটি পরিচ্ছন্ন, মশামুক্ত এবং দুর্নীতিমুক্ত ঢাকা গড়তে হলে জনবান্ধব ও সাহসী নেতৃত্বের প্রয়োজন, আর সে জন্য ইশরাক হোসেনই উপযুক্ত ব্যক্তি।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানো না হবে, ততদিন তারা নগরভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com