রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার:: গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে উদ্বুদ্ধ করতে ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করতে সুপ্রীম সীড কোম্পানি লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হলো হাইব্রিড ধান হিরা-৯ এর মেগা মাঠ দিবস।
বুধবার (১৪ মে) বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ বাজার এলাকায় মেসার্স সরদার সীডসের স্বত্বাধিকারী আতিকুর রহমান সরদার জনির আয়োজনে অনুষ্ঠিত হয় এই বিশেষ মাঠ দিবস। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক প্রান্তিক কৃষক।
আরো পড়ুন: গাইবান্ধায় ঝড়ের রাতে ফেরার পথে প্রাণ গেল র্যাব সদস্যের
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. সাহাবুদ্দিন আহাম্মেদ। পরে নাজিম উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রীম সীড কোম্পানির জোনাল ম্যানেজার রবিউল ইসলাম। তিনি বলেন, ”বর্তমান কৃষির চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে উন্নত জাতের বীজ ব্যবহার জরুরি। আমাদের হিরা-৯ ধান শুধুমাত্র ফলনেই নয়, এটি রোগবালাই প্রতিরোধ ও খরার প্রতিকূল পরিবেশেও ভালো ফলন দিতে সক্ষম। আমরা চাই কৃষকরা লাভবান হোক, সেজন্য মাঠ পর্যায়ে নিয়মিত কাজ করে যাচ্ছি।”
বিশেষ অতিথির বক্তব্যে রিজিওনাল ম্যানেজার রাকিবুল হাসান বলেন, “হিরা-৯ ধানের চারা দ্রুত বেড়ে ওঠে, ধান গাছ মজবুত হয় এবং কম সময়ে পরিপক্ব হয়। সঠিক নিয়মে চাষ করলে প্রতিটি বিঘা জমিতে ৩৬ মণের মতো ফলন পাওয়া সম্ভব। আমরা কৃষকদের পাশে থাকতে চাই, যেন তারা আধুনিক প্রযুক্তি গ্রহণ করে উন্নত কৃষিতে এগিয়ে যেতে পারেন।”
আয়োজক ও ডিলার আতিকুর রহমান সরদার জনি বলেন, “আমি নিজের জমিতে হিরা-৯ চাষ করেছি, ভালো ফলন পেয়েছি। তাই আশেপাশের কৃষকদেরও এই জাতের ধান চাষে উৎসাহিত করছি। আমরা শুধু বীজ বিক্রির জন্য না, কৃষকদের পাশে থেকে সঠিক পরামর্শ দিতে চাই।”
এসময় হিরা-৯ ধানের প্রদর্শিত প্লটের ধান কর্তন করেন অতিথিরা। শতাংশ প্রতি জমিতে প্রায় ৪১.৫ কেজি ধান উৎপাদিত হয়। পরে হিরা-৯ ধান চাষী রফিকুল ইসলামকে একটি স্প্রে মেশিন উপহার দেয় সুপ্রীম সীডস কোম্পানি। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার কৃষক, জনপ্রতিনিধি, বিভিন্ন ডিলারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রবা/আরইসআর
Leave a Reply