নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
তিতাসে সেতুর এ্যাপ্রোচে বড় গর্ত : ঝুঁকি নিয়ে যান চলাচল

তিতাসে সেতুর এ্যাপ্রোচে বড় গর্ত : ঝুঁকি নিয়ে যান চলাচল

নিজস্ব প্রতিবেদক : তিতাসে মজিদপুর থেকে মোহনপুর সড়কের মাটিয়া নদীর উপর মোহনপুর সেতুর এ্যাপ্রোচের মাটি দেবে বড় গর্ত হয়েছে। গর্তের পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

সরেজমিনে দেখা যায়, উপজেলা সদর কড়িকান্দি বাজার থেকে একটি পাকা সড়ক মোহনপুর গিয়ে শেষ হয়েছে। উক্ত সড়কের মধ্যে মাটিয়ারা নদীর উপর মোহনপুর সেতু অবস্থিত। সেতুর উভয়প্রান্তের এ্যাপ্রোচের কাজ গত বছর শেষ করা হয়। সেতুর পশ্চিমপ্রান্তের এ্যাপ্রোচ ঠিক থাকলেও সোমবার ভোর রাতে হঠাৎ সেতুর পূর্বপ্রান্তের একাধিক স্থানে মাটি দেবে গর্ত হয়ে গেছে। উৎসুক জনতা গর্ত দেখতে ভিড় জমাচ্ছে। গর্তের পাশ দিয়েই ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়।

সিএনজি অটোরিক্সা চালক দেলোয়ার হোসেন ও আব্দুল আলীম জানান, প্রথমে গর্তটি ছোট ছিল। সোমবার ভোর রাতে আমি যাত্রী নিয়ে আসার সময় দেখি গর্তটি বড় হয়ে গেছে। মুল রাস্তার মাঝখানে গর্তটি হওয়ায় ঝুঁকি নিয়ে আমরা গাড়ী চালাচ্ছি। এই সড়কে বিভিন্ন স্থানের সিএনজি ও অটোরিক্সা মিলে প্রায় দুই শতাধিক গাড়ি চলাচল করে।

এই পথের একাধিক যাত্রী জানান, উপজেলা সদরে যাওয়া-আসার জন্য এটি উপজেলার পশ্চিম অঞ্চলের একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। মজিদপুর ও জগতপুর ইউনিয়নের প্রায় ১৫-১৬টি গ্রামের লোকজন এপথ দিয়ে যাওয়া আসা করে। এ সড়কে চলাচল বন্ধ হয়ে গেলে আমাদের অতিরিক্ত ১২-১৩ কিলোমিটার রাস্তা ঘুরে উপজেলা সদরে যেতে হবে।

উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। পরিদর্শন করার জন্য অফিস থেকে লোক পাঠানো হয়েছে। সৃষ্ট সমস্যাটি খুব দ্রুত সমাধান করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com