নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
সংবাদ শিরোনাম:
নোবেলের সেই তরুণীকে ৭ মাস আটকে রাখার তথ্য ভিত্তিহীন গাইবান্ধায় বৃষ্টিতে তলিয়ে গেছে ধানখেত, শঙ্কায় চাষি ঈদের আগে বিএনপিপন্থী সব ভিসি-প্রক্টরকে পদত্যাগ করতে হবে: বাকের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান মধ্যপ্রাচ্যে ইসলামের অন্যতম পবিত্র উৎসব ঈদুল আজহা ৬ জুন! শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দেশের সকল স্কুল-কলেজের জন্য জরুরি নির্দেশনা জারি বিচ্ছেদের ছয় বছর পর বিয়ের পিঁড়িতে সিদ্দিকের প্রাক্তন স্ত্রী অবশেষে স্থগিত হলো দেশজুড়ে আলোচিত সেই কবরস্থান কমিটির নির্বাচন অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর হামলা
বিচ্ছেদের ছয় বছর পর বিয়ের পিঁড়িতে সিদ্দিকের প্রাক্তন স্ত্রী

বিচ্ছেদের ছয় বছর পর বিয়ের পিঁড়িতে সিদ্দিকের প্রাক্তন স্ত্রী

বিনোদন ডেস্ক:: ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী, বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম আবারও সম্পর্কে জড়িয়েছেন। বিচ্ছেদের ছয় বছর পর নতুন করে ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছেন তিনি এবং শিগগিরই বিয়ে করতে চলেছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনপ্রবাসী মডেল ও অভিনেত্রী।

সিদ্দিক ও মারিয়ার বিয়ে হয়েছিল ২০১২ সালে। তাদের সংসারে আসে একমাত্র সন্তান আরশ হোসেন। কিন্তু ২০১৮ সালের শুরুতে মারিয়ার শোবিজে কাজ করার ইচ্ছা ঘিরে দাম্পত্যে শুরু হয় টানাপোড়েন। শেষমেশ ২০১৯ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের প্রেমের ইঙ্গিত দেন মারিয়া। ভিডিওতে প্রেমিকের মুখ না দেখালেও তাকে ‘আমার ভালোবাসা’ বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে এক সাক্ষাৎকারে মারিয়া মিম জানান, তিনি খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন। আর প্রেমিককেই বিয়ে করতে যাচ্ছেন তিনি। মারিয়া বলেন, “হ্যাঁ, আমি প্রেম করছি। তবে সে মিডিয়ার কেউ না, সাধারণ মানুষ। সামনে আমাদের বিয়ে।”

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের প্রেমের ইঙ্গিত দেন মারিয়া। ভিডিওতে প্রেমিকের মুখ না দেখালেও তাকে ‘আমার ভালোবাসা’ বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে এক সাক্ষাৎকারে মারিয়া মিম জানান, তিনি খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের প্রেমের ইঙ্গিত দেন মারিয়া। ভিডিওতে প্রেমিকের মুখ না দেখালেও তাকে ‘আমার ভালোবাসা’ বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে এক সাক্ষাৎকারে মারিয়া মিম জানান, তিনি খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন।

এ সময় প্রাক্তন স্বামী অভিনেতা সিদ্দিকুরের বিষয়েও প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘তার সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে ৬-৭ বছর আগে। সে তো আমার স্বামী নয়, তাই এ বিষয়ে কিছুই বলতে চাই না।’

এদিকে সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ঘিরে অশ্লীলতা অভিযোগে যেসব তারকাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, সেখানেও রয়েছে মারিয়া মিমের নাম। এই বিষয়ে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, সেই আইনজীবী ভাইরাল হতে চায় বলেই এসব করছেন। আমি তার বিরুদ্ধে মামলাও করতে পারি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com