চরফ্যাশন(ভোলা) প্রতিবেদক: হানিফ সংকেতের উপস্থাপনায় ভোলা জেলায় এই সর্বপ্রথম চরফ্যাশন উপজেলায় হতে যাচ্ছে জনপ্রিয় বিনোদনমূলক ‘ইত্যাদি’ অনুষ্ঠান।

চরফ্যাশন সহ জেলার গ্রামীণ সৌন্দর্য, ইতিহাস আর সংস্কৃতি নিয়ে আজ মঙ্গলবার (১৯ আগষ্ট ) সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চরফ্যাশন সরকারি ট্যাফনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ইত্যাদি অনুষ্ঠিত হবে।
অন্যদিকে ইত্যাদি’র অনুষ্ঠানকে ঘিরে চরফ্যাশন উপজেলা সহ আশেপাশের জেলা-উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। স্বচক্ষে ইত্যাদি দেখতে অধীর আগ্রহে স্থানীয়দের।

এর আগে সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, চরফ্যাশন টিবি স্কুল মাঠে ইত্যাদি অনুষ্ঠানের স্টেজের কাজ সম্পন্ন হয়েছে। শ্রমিকরা পুরো মাঠটিকে সাজাচ্ছেন।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন, মঙ্গলবারের ইত্যাদি অনুষ্ঠানকে ঘিরে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রবেশের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রবেশ কার্ড বিতরণ করা হয়েছে।
Leave a Reply