নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
পঞ্চগড় সীমান্তে দিয়ে ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় আটক ২

পঞ্চগড় সীমান্তে দিয়ে ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় আটক ২

মনজু হোসেন, স্টাফ রিপোর্টারঃ ভারত থেকে অবৈধভাবে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে প্রবেশ করায় দুই যুবককে আটক করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

শুক্রবার (২৩ মে) দুপুরের পর তাদের তেঁতুলিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার তেঁতুলিয়া চৌরাস্তা বাজার থেকে আটক করা হয়।

 সম্প্রতি ভারতে থাকা বাংলাদেশিদের আটকের আতঙ্কে তারা গত ২০ মে ২০২৫ তারিখ ভারতের কলকাতা শহর হতে ট্রেন যোগে শিলিগুড়ি জেলার বিজিবি রেলস্টেশনে আসে। পরবর্তীতে পায়ে হেঁটে ভারতের মুড়িখাওয়া গ্রাম হয়ে সীমান্ত তাঁরকাটা বিহীন ফাকা এলাকা দিয়ে মহানন্দা নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় বিজিবি তাদের দেখতে পেয়ে আটক করে।

আটক হওয়া দুই যুবকের নাম ফারুক হোসেন (২০) ও রাব্বি হোসেন (২১)। তাদের বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ রাইছো গ্রামে।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে অবস্থান করে রাজমিস্ত্রীর কাজ করে আসছিলেন।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মনিরুল ইসলাম  বলেন, তারা অবৈধ ভাবে ভারতে অবস্থান করে আসছিল। আটকের পর জিজ্ঞাসাবাদে জানায় তারা সাম্প্রতিক ভারতে বাংলাদেশি আটকের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পালিয়ে আসে। এসময় আটক হয়। তাদের তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা সহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com