আশরাফুল হক,লালমনিরহাট: লালমনিরহাট জেলা সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের ইন্দ্রারপার বাজার সংলগ্ন ধনঞ্জয় এলাকায় সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো: মাহমুদুর রহমানের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় সরকার পতনের সুযোগ কাজে লাগিয়ে এ ঘটনা ঘটায় সন্ত্রাসীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাহমুদুর রহমানের বড় ভাই মো: মাহবুবুর রহমান বাবু সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হওয়ায় বিএনপির একদল দুষ্কৃতিকারী মোটরসাইকেল যোগে এসে সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাহমুদুর রহমানের বাড়িতে হামলা শুরু করে। হামলাকারীরা স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপসহ ব্যাপক লুটপাট করে। এছাড়াও হামলা চালিয়ে ফার্নিচার ও বাড়িঘর ভাঙচুর করে।
হামলাকারীরা বাড়ি ভাঙচুর আর লুটপাট করেও খ্যান্ত থাকেনি। সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাহমুদুর রহমান তার বড় ভাই মাহবুবুর রহমান ও তার বাবা নুরুল আমিন সবুজকে হত্যার হুঁমকি দিয়ে আসছে। এমতোবস্থায় পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাহমুদুর রহমান। আইনের সহযোগীতা না পেয়ে সেই অনিশ্চয়তা আরো বেড়েছে পরিবারটির।
এ বিষয়ে সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাহমুদুর রহমান বলেন, ৫ আগষ্ট সরকার পতনের পর থানা গুলোর অবস্থা ছিলো নাযেহাল, তারপরেও তিনি আইনি সহায়তা পেতে অভিযোগ দিতে গেলে পুলিশ এই মামলা নিবেনা বলে জানিয়ে দেয়। থানা পুলিশের কাছে কোন প্রকার আইনি সহায়তা না পেয়ে চরম হতাশায় ভুগছেন তিনি।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুকের সাথে একাধিক যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয় এই প্রতিবেদক।
Leave a Reply