নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
কলাপাড়ায় হঠাৎ বিকট শব্দে সেতু ভেঙ্গে খালে

কলাপাড়ায় হঠাৎ বিকট শব্দে সেতু ভেঙ্গে খালে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় হঠাৎ বিকট শব্দে সেতু ভেঙ্গে খালের মধ্যে পড়ে গেছে। মঙ্গলবার সকালে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর-তাহেরপুর গ্রামের লক্ষীর খালের উপর নির্মিত সেতুটি ভেঙ্গে পড়ে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে সেতু ভেঙ্গে যাওয়ায় যাতায়াত ভোগান্তিতে পড়েছে ১৫ গ্রামের অন্তত: ২০ হাজার মানুষসহ কুয়াকাটায় আগত পর্যটকরা।

জানা যায়, ২০০৪ সালে এ সেতুটি নির্মান করে এলজিইডি। প্রায় ৫ বছর আগে চলাচলের অনুযোগী হলেও সেতুটি নির্মানে কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। সাধারন মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান , এই সেতুটির এপার-ওপারে কলেজ, মাদ্রাসা, হাইস্কুল, প্রাথমিক বিদ্যালয় আছে। সেতুটি ভেঙে পড়ায় শতশত ছাত্র ছাত্রী ও হাজারো মানুষের চলাচলে এখন চরম ভোগান্তি। এ সেতুটি পুন:নির্মাণ করা খুবই জরুরী।

কলাপাড়া এলজিইডির উপজেলা প্রকৌশলী মো: সাদেকুর রহমান বলেন, ভেঙ্গে যাওয়া এ সেতু সহ উপজেলার ঝুঁকিপূর্ণ ৫ টি সেতু নির্মানে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জরুরী প্রস্তাবনা পাঠানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com