চরফ্যাশন(ভোলা)প্রতিবেদক: ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি প্রভাষক রেজাউল করিম খন্দকার ও সাংগঠনিক সম্পাদক আবু তাহের মাষ্টারকে প্রকাশ্যে কোপানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করেছে স্থানীয় ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

রবিবার (১৭ আগষ্ট) সন্ধ্যা ৭ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত দক্ষিণ আইচা বাজারে থানা বিএনপি ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করেছেন।
বিক্ষোভ মিছিলটি দক্ষিণ আইচা বাজার বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজারের মেইন সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ মিছিলে অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তারোর দাবি জানানো হয়। এবং স্লোগানে স্লোগানে বলেন সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেও, ভেঙে দেও, সন্ত্রাসীদের আস্তানা দক্ষিণ আইচায় রাখবো না।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, সাবেক যুগ্ন বিষয়ক সম্পাদক আহসানুল্লাহ বাহার, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল আলম প্রিন্স মহাজন, সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল, দক্ষিণ আইচা থানা বিএনপির সহ-সভাপতি বশার মাওলানা প্রমুখ।

বক্তারা বক্তব্যতে জানান, দক্ষিণ আইচা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক জনপ্রিয় চেয়ারম্যান প্রভাষক রেজাউল করিম খন্দকার ও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহেরকে প্রকাশ্যে অস্ত্র দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা। কারো সাথে মতের বিরোধ থাকলে তা ভিন্নভাবে মীমাংসা করা যেত, এভাবে প্রকাশ্যে কোপানো ঠিক হয়নি। আমরা এ ঘটনায় অপরাধীর বিচার দাবি করছি। নয়তো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।
উল্ল্যেখ, রবিবার(১৭ আগষ্ট) দুপুরে বিএনপির সাবেক সভাপতি প্রভাষক রেজাউল করিম খন্দকার তার বাসা থেকে জোহরের নামাজ আদায় করতে দক্ষিণ আইচা বাসস্ট্যান্ডে মোড়ে পৌঁছালে আবুল হোসেন নামে এক অস্ত্রধারী এলোপাতাড়ি কোপাতে থাকেন। রেজাউল করিমকে উদ্ধার করতে গেলে থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহেরকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় আবুল হোসেন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে একটি ডায়াগনস্টিক সেন্টার নেয়া হয়। সেখান থেকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল রেফার করেন।
Leave a Reply