নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
গোবিন্দগঞ্জে চরের জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ১০

গোবিন্দগঞ্জে চরের জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ১০

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে নদীর জেগে ওঠা চরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মজিদ আকন্দ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার (১৪ মে) সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ পলুপাড়া গ্রামের ফসির আকন্দের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, করতোয়া নদীর জেগে ওঠা চর এলাকায় কিছু আবাদি জমি নিয়ে আব্দুল মজিদ ও আমিরুল ইসলাম গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বুধবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আব্দুল মজিদসহ আমিরুল ইসলাম (৪৮), তাজেল আকন্দ (৫০), আলমগীর হোসেন (৪৫) সহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন।

অবস্থা গুরুতর হওয়ায় আহত আমিরুল ইসলাম ও তাজেল আকন্দকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com