আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ১৫টি ভারতীয় শহরে লক্ষ্য করে ব্যর্থ হামলার চেষ্টার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান জম্মু-কাশ্মীরের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা ও সামরিক ঘাঁটিতে ব্যাপক গোলাবর্ষণ চলেছে। বৃহস্পতিবার (৮ মে) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৮ মে) স্থানীয় সময় রাত ৯ টার কিছু সময় আগে বিস্ফোরণ শোনা যায় জম্মু কাশ্মীর এবং লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছাকাছি স্থানে। বিস্ফোরণের সাথে সাথেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো এলাকা।
আরো পড়ুন: লালমনিরহাটের শিবরাম স্কুলের বৃত্তি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য!
স্থানীয়দের মোবাইলে ধারণকরা ভিডিওতে রাতের আকাশে দেখা যায় আগুনের ফুলকি। ভারতের দাবি, সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। তবে পাকিস্তানের ছোড়া ড্রোন সফলভাবে ভূপাতিত করার দাবিও জানায় দিল্লি।
পাকিস্তানের এই হামলার পূর্বে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বলেছে, বৃহস্পতিবার (৮ মে) স্থানীয় সময় সকালের দিকে জম্মু-কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাটসহ দেশের ১৫টি শহরে সামরিক স্থাপনা নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। তবে এসব হামলায় ভারতে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
Leave a Reply