নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
বিয়ের আশ্বাসে ঢাকায় এনে সব নিয়ে উধাও প্রেমিক, বরিশালে অনশনে তানজিলা

বিয়ের আশ্বাসে ঢাকায় এনে সব নিয়ে উধাও প্রেমিক, বরিশালে অনশনে তানজিলা

বরিশাল প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার গঙ্গাপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে গত তিন দিন ধরে অনশন করছেন এক সন্তানের জননী তানজিলা বেগম। প্রেমিক শামিম খানের সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রতিশ্রুতি পেয়ে তার সঙ্গে ঢাকায় গিয়েছিলেন তিনি। তবে রাজধানীতে গিয়ে প্রতারণার শিকার হয়ে এখন প্রেমিকের বাড়ির সামনে অনশন করছেন তিনি।

শনিবার (৩ মে) বিকেলে অনশনরত তানজিলা বেগম জানান, গত ২৯ এপ্রিল প্রেমিক শামিম খানের সঙ্গে লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ঢাকার সদরঘাটে পৌঁছার পর শামিম তাকে টার্মিনালে বসিয়ে রেখে কৌশলে সঙ্গে থাকা নগদ ৮০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও দুটি স্বর্ণের কানের ঝুমকা নিয়ে পালিয়ে যান।

প্রতারণার শিকার হয়ে নিজ গ্রামে ফিরে তানজিলা বেগম সরাসরি শামিম খানের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। কিন্তু ঘটনার পর থেকেই শামিম আত্মগোপনে রয়েছেন।

এ বিষয়ে হিজলা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরাফাত রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু প্রেমিক শামিম খান পলাতক থাকায় সমাধান সম্ভব হয়নি।

তিনি আরও জানান, অনশনরত নারীকে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com