নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
একক অভিনেতা হিসেবে বিভাগীয় পর্যায়ে ১ম কুড়িগ্রামের রাদ!

একক অভিনেতা হিসেবে বিভাগীয় পর্যায়ে ১ম কুড়িগ্রামের রাদ!

আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার:আব্দুল্লাহ রাদ বিন রাজু জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ এ বিভাগীয় পর্যায়ে একক অভিনয়ে প্রথম স্থান অর্জন করেছেন।

সে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।সে উপজেলার রাজু আহমেদ ও নুরী আক্তার এর প্রথম সন্তান।

২৯ এপ্রিল অনুষ্ঠিত বিভাগীয় প্রতিযোগিতায় রংপুর বিভাগ হতে এই কৃতিত্ব লাভ করেন। শুধু স্কুল নয় এলাকার গর্ব হয়ে উঠেছে রাদ। আব্দুল্লাহ রাদ এর আগে স্কুল, ইউনিয়ন, উপজেলা ওজেলা পর্যায় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগি নির্বাচিত হয়েছিল। এবার বিভাগীয় পর্যায়ে একক অভিনয়ে প্রতিযোগিতায় রংপুর বিভাগে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে প্রতিযোগি নির্বাচিত হয়েছে আব্দুল্লাহ রাদ । রাদের বাবা-মা বলেন, ‘সন্তানের সফলতা প্রত্যেক বাবা-মায়ের কাছে গর্বের বিষয়।’ আব্দুল্লাহ রাদ বড় হয়ে দাদা-দাদির মত ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চান।

হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা শরিফা বেগম বলেন, ‘ তার এ অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের। রাদের সাফল্যের পেছনে তার বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। আমরা চাই সে আরও বড় কিছু করুক।’
স্কুলের প্রাক্তন সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, ‘রাদ এখন শুধু কুড়িগ্রাম নয়, রংপুর বিভাগের ৮টি জেলার গর্ব। তার এ সাফল্য তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’

কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন আব্দুল্লাহ রাদকে অভিনন্দন জানান এবং জাতীয় পর্যায়ে ভালো কিছু করার উৎসাহ প্রদান করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com