নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে শাওন মিয়া (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার বিকেল ৩টার দিকে উপজেলার বর্ধনকুঠি সরোবরে এই ঘটনা ঘটে।

নিহত শাওন গোবিন্দগঞ্জ পৌর এলাকার সোনার পাড়া মহল্লার প্রবাসী সাদেকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সবার অজান্তে শাওন তার ভাইয়ের সঙ্গে সরোবরটিতে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে সে পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। পরিবারের চিৎকারে এলাকাবাসী দ্রুত ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করে। পরে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মস্পর্শী। আমরা স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। এ ধরনের দুর্ঘটনা রোধে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। পুকুর ও জলাশয়ের আশপাশে শিশুদের একা যেতে না দেওয়ার বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান এই কর্মকর্তা।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com