বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
আমার বাবা ইসলামের জন্য কাজ করতে গিয়ে শহীদ হয়েছেন: নিহত জামায়াত কর্মীর ছেলে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে সরকার গঠন হবে: মোস্তফা কামাল সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করল ছাত্রশিবির প্রণোদনা পাবেন লালমনিরহাটসহ উত্তর বঙ্গের আলু চাষিরা বিচারকের ছেলে হত্যাকারী কে এই বিএনপি নেতার ছেলে লিমন অভিযোগ তদন্ত করতে গিয়ে হামলার শিকার তিন পুলিশ সদস্য ‘দেশি মুরগি খেতে না পারা’ সেই শিক্ষিকা সম্পর্কে মিললো ভিন্ন তথ্য গাজীপুর মহানগরীর কাশিমপুরে বিএনপি’র সতর্ক অবস্থান রাজধানীসহ সারাদেশের ৫ জায়গায় যানবাহনে আগুন চরফ্যাশনে ভয়াল ১২ নভেম্বর উপকূল দিবস পালিত
নির্বাচন নিয়ে বিভ্রান্তি নয় সরকার প্রস্তুত: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

নির্বাচন নিয়ে বিভ্রান্তি নয় সরকার প্রস্তুত: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::বাংলাদেশ নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এখন স্পষ্ট আমরা নির্বাচন করছি। নির্বাচন আয়োজনের দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনের, সেখানে সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার শুধু সহযোগিতা করবে।

‎সোমবার (২৭ অক্টোবর) বেলা ১২ টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া নদীবন্দরের তিনতলা টার্মিনাল ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

‎উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন আরও বলেন, একসময় পদ্মায় ইলিশ ধরা পড়ত, এখন তা নামতে নামতে চাঁদপুর হয়ে ভোলায় আসে। বর্তমানে ভোলার ইলিশই সবচেয়ে বেশি পাওয়া যায়। আমরা যদি এই প্রক্রিয়াকে সমান্তরালভাবে এগিয়ে নিতে পারি, তাহলে হাজার হাজার জেলে আরও স্বচ্ছলভাবে জীবিকা নির্বাহ করতে পারবে। আমাদের মূল উদ্দেশ্য প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা, এবং আমরা সেটাই করে যাচ্ছি।

‎এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি, সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসান প্রমুখ।

‎এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

‎পরে বিকেল ৪ টার দিকে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের গাছীর খাল লঞ্চঘাটে নবনির্মিত পল্টুনের উদ্বোধন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com