গাইবান্ধা প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে গাইবান্ধায় আহত প্রায় ২০০ যোদ্ধার মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) জেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ নিজ হাতে আহত যোদ্ধাদের মাঝে স্বাস্থ্যকার্ড বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার নিশাত আঞ্জেলা, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে গাইবান্ধার ছয়জন শহীদের পরিবারসহ দুই শতাধিক জুলাই যোদ্ধা উপস্থিত ছিলেন।
এ সময় জুলাই আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম বলেন, যে রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়, তাদেরকে আমি ধিক্কার জানাই। আমার সন্তান হত্যার বিচার না হতেই তারা কেন নির্বাচন চায়। তাদের ক্ষমতার এত লোভ কেন। কোনো বৈষম্য, লোভ, চাঁদাবাজি থাকবে না। দেশকে সুন্দরভাবে গুছিয়ে তারপরে নির্বাচন চান। দেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করার পর নির্বাচন চান।
আরো পড়ুন: গাইবান্ধায় বেহাল সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
গাইবান্ধায় প্রেমের টানে ভাগ্নের হাত ধরে সন্তানসহ মামী উধাও
এর আগে, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ডিসি অফিস-সংলগ্ন এলাকায় জুলাই যোদ্ধা ২০২৪-এর গাইবান্ধা জেলা কার্যালয় উদ্বোধন করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে গাইবান্ধাসহ সারা দেশে সংঘটিত হয়েছিল একটি গণঅভ্যুত্থান, যেখানে বহু সাহসী ছাত্র-জনতা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে নিহত ও আহত হন। আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল তাদের ত্যাগ ও সংগ্রামের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি ছোট্ট প্রয়াস।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply