নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি: ঔষধ বিক্রয়ে কমিশন বৃদ্ধিসহ চার দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডস্থ গানাসার্স মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কেমিস্টস ও ড্রাগিস্টরা।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি, গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের জেলা আহ্বায়ক মো. শরিফুল ইসলাম মন্ডল, সদস্য মো. রেজাউল হক খান তাজু, মো. আব্দুর রাজ্জাক, মো. জাকির হোসেন আঙ্গুর, রেজাউল করিম, মো. কল্লোল হোসেন, ফারুক আহমেদ, মো. হাবিবুর রহমান, মো. সেলিম মিয়া, ফারুক আহমেদ বিপ্লব ও মো. জাহাঙ্গীর কবিরসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “ঔষধ খাত একটি স্পর্শকাতর এবং জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। অথচ আমাদের কমিশনের হার খুবই কম, যা দিয়ে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে।”

তাঁরা এই মানববন্ধনে চার দফা দাবি তুলে ধরেন যেমন ঔষধ বিক্রয়ে কমিশন বৃদ্ধির হার পুনঃনির্ধারণ, মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত ও প্রতিস্থাপনের নিশ্চয়তা,
ড্রাগ লাইসেন্স না থাকা ফার্মেসিতে ঔষধ কোম্পানির সরবরাহ বন্ধ, সকল ঔষধের মূল্য সরকার নির্ধারিত হারে নির্ধারণ করা।

মানববন্ধনে বক্তারা এসব দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন এবং দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com