নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
পঞ্চগড়ে দেড় যুগ পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চগড়ে দেড় যুগ পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:: পঞ্চগড়ে দীর্ঘ দেড় যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেনের ও সঞ্চালনা করেন সদস্য সচিব সেকেন্দার আলী। অধিবেশনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির, কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেনসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেন, আমরা সব সময় গণতান্ত্রিক চর্চার পক্ষে। ইউনিয়নগুলোতে এর আগে যখন কাউন্সিল হয়েছিল তখন গণতান্ত্রিকভাবে কমিটিগুলো হয়েছিল। এরই ধারাবাহিকতায় গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের মাধ্যমে কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।

অপরদিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে বিকেলে। এতে ৭১০ জন ডেলিগেট ব্যালট পেপারের মাধ্যমে সদর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন।

এর আগে, গতকাল শুক্রবার জেলার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সাথে স্বাক্ষাৎ করেন মুহম্মদ নওশাদ জমির। তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য, প্রাপ্য অধিকার নিশ্চিত ও সরকারি কৃষি প্রণোদনা সহজলভ্য করার প্রতিশ্রুতি দেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার প্রচারণাও চালান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com