খাজা রাশেদ,লালমনিরহাট।।লালমনিরহাটে সেফটিক ট্যাংকে পড়ে নির্মাণ শ্রমিক এক কিশোর নিহত হয়েছে।
৩ মে (শনিবার) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার নিজপাড়া এলাকার জহুরুলের বাড়িতে নির্মাণ কাজ করতে আসেন মারুফ হোসেন ও রহিম মিয়া।
পরে,সেফটিক ট্যাংকে নির্মাণ কাজের সাটারিং খুলতে নেমে গ্যাস সৃষ্টি হয়ে মারুফ হোসেন নামের ওই কিশোর নিহত হয় এবং একই সময়ে রহিম মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিস। মারুফ হোসেন সদর উপজেলার হারাটি ইউনিয়নের দক্ষিণ হিরামানিক এলাকার আব্দুল খালেক এর ছেলে। স্থানীয়রা জানায় সেফটিক ট্যাংকে কাজ করার জন্য ট্যাংকের ভিতরে নামার পরে মৃত্যুর মুখে ঢলে পড়ে কিশোর মারুফ হোসেন।
এবিষয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, একজন নির্মাণ শ্রমিক সেফটিক ট্যাংকে কাজ করতে নেমে নিহত হয়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহত অবস্থায় শ্রমিক মারুফ এবং রহিম নামে একজনকে আহত অবস্থায় উদ্ধার করি।
Leave a Reply