ঢাকাশুক্রবার , ১১ ডিসেম্বর ২০২০
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ফুলগাজীতে ৪৯৩ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আাটক

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ১১, ২০২০ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফেনীর ফুলগাজীতে কালিরহাট বজারস্থ এলাকা থেকে ৪৯৩ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে ফেনীস্থ র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন,মো. হারুন (২৮) ও আবদুল মোতালেব (৪০)। জানা যায়, মোঃ- হারুন(২৮) ফুলগাজী উপজেলার আনন্দ পুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের বাসিন্দা ও আবদুল মোতালেব(৪০) একই এলাকার বাসিন্দা।

গত বুধবার রাতে কালিরহাট বাজার এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিরহাট বাজারে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। এসময় তাঁদের কাছ থেকে ৪৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার কর হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন বলেন, এর আগেও থানায় হারুনের বিরুদ্ধে ৫ টি ও মোতালেবের বিরুদ্ধে ৩ টি মাদক মামলা রয়েছে।

মোহাম্মদ কুতুব উদ্দিন জানান, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে দুই আসামিকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।