নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
এনসিপির ব্যানার টাঙ্গিয়ে আওয়ামী লীগ কার্যালয় দখল

এনসিপির ব্যানার টাঙ্গিয়ে আওয়ামী লীগ কার্যালয় দখল

চারফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে উপজেলা আওয়ামী লীগের তিনতলা ভবন দখল করে সেখানে নিজেদের সাইনবোর্ড ঝুলিয়ে দলীয় কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসাথে স্থানীয় এনসিপি নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন।

শনিবার দুপুরে চরফ্যাশন পৌর সদরের কলেজ রোডে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি দখলের ঘটনা ঘটে।

আরো পড়ুন: লালমনিরহাটের শিবরাম স্কুলের বৃত্তি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য!

সরেজমিনে দেখা যায়, এনসিপির সাইনবোর্ড ঝুলিয়ে ভবনের ছাদে মাইক স্থাপন করে তাদের প্রচার প্রচারণা চালানো হচ্ছে।

এনসিপির চরফ্যাশন উপজেলা প্রতিনিধি অহিদ ফয়সাল জানান, এনসিপির দলীয় কার্যক্রম পরিচালনার জন্য চরফ্যাশন উপজেলার নেতা আমজাদ হাবিব, নুরে আলম নাসিম, শরিফ হোসাইন ও মো. শাহাবুদ্দিনকে সঙ্গে নিয়ে তারা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দখল করেছেন। এখন থেকে চরফ্যাশনে এনসিপির দলীয় সকল কার্যক্রম এই কার্যালয় থেকেই পরিচালিত হবে বলে তিনি জানান।

তবে এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com