ঢাকাসোমবার , ১১ জানুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

কেন ভাত নেই?

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ১১, ২০২১ ৬:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

কেন ভাত নেই?
ডিউক হুদা

মা ভাত দে,
ভাত নেই,
ভাত নেই?
ভাত নেই ভাত নেই
চারিদিকে ধ্বনি প্রতিধ্বনি হয়
একই কথা ভাত নেই,
ভাত নেই? ক্ষুধার্ত যুবকের জিজ্ঞাসা
কেন ভাত নেই?
দু’শো বছরের গোলামীর জিঞ্জির
ছিন্ন করেছি,
চব্বিশ বছরের শোষণ বৈষম্যের
অবসান ঘটিয়ে স্বাধীন হয়েছি
সেওতো অনেক বছর হয়ে গেলো
তবু ভাত নেই কেন?
জিজ্ঞাসার আবর্তে যুবক পাথর-
পাথর ভেদ করে ক্ষুধার্ত যুবকের
খোলস ছেড়ে বেরিয়ে আসে
রণ সাজে সজ্জিত রক্ত পিপাসু,
এবার ভাতের নয়
রক্তের ক্ষুধা তার বুকে জ্বলে অহর্নিশ
রক্ত চাই রক্ত চাই তাদের রক্ত চাই
যারা আমার মায়ের মুখের অন্ন
কেড়ে নিয়েছে,
যারা আমাকে করেছে অধিকার বঞ্চিত
সেই শোষকের রক্তে হবো স্নাত,
এবার শুধু ভাত নয়
বেঁচে থাকার সব অধিকার আদায় করেই
বাড়ী ফিরে যাবো,
মা আদর করে কাছে বসিয়ে বলবে-
ভাত খেয়ে নে বাছা।

আপনার মন্তব্য লিখুন