নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করবে,শ্রমিক সমাবেশে আসাদুল হাবিব দুলু

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করবে,শ্রমিক সমাবেশে আসাদুল হাবিব দুলু

কেফায়েত উল্লাহ:নিজস্ব প্রতিবেদক,,লালমনিরহাটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১ মে) সকাল থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শ্রমিক দিবস।

শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের শোভাযাত্রাতে ইমারত শ্রমিক, ইলেক্ট্রিক শ্রমিকসহ অন্যান্য শ্রমিক সংগঠন গুলো উৎসব মুখর হয়ে অংশগ্রহণ করেন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে বর্ণাঢ্য ‌শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হাবিব দুলু শ্রমিকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া মাত্র, বিএনপি কখনো বলেনি আমরা সংস্কার চাইনা। ২০২৩ সালে রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই আগামীর রাস্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা দিয়েছিলেন। যেখানে শ্রমিক, কৃষক, ছাত্রসহ সকলের কথা বলে হয়েছে। কিন্তু এখন একটি পক্ষ সংস্কার সংস্কার করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন, আমরা মনে করি রাষ্ট্র চালাবে রাজনীতিবিদরা। আগামীতে জনগণের ম্যান্ডেড নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। রাষ্ট্রের সংস্কারও করা হবে। রাষ্ট্র ব্যবস্থা রাজনীতিবিদদের হাতেই বেশী নিরাপদ। নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা এখনো রাজনীতির মাঠে খেলার মত খেলোয়াড় তৈরি করতে পারেনি বলেও মন্তব্য করেছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

শ্রমিকদলের শোভাযাত্রাটি রেলওয়ে মুক্ত মঞ্চ সংলগ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কার্যালয়ের সামন থেকে বড় মসজিদ হয়ে শহরের মূল কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে এসে শেষ হয় ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com