খাজা রাশেদ,লালমনিরহাট।।লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ের তান্ডবে কয়েকশত ঘরবাড়ি ও গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। জেলার সদর উপজেলাসহ পাটগ্রাম ,হাতীবান্ধা,কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়,যা প্রায় ২০/২৫ মিনিট স্থায়ী ছিল।
ঐ ঝড়ে জেলায় আম,কাঠাল,ভুট্টা,লিচু,ধান-পাটসহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি হয়। বাতাসের তীব্র গতিতে ভেঙে পড়ে অনেক ঘরবাড়ি এবং গাছপালা উপড়ে যায়।
সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বাসিন্দা হাবিবুর জানান,তার বসতবাড়ির ওপর গাছ ভেঙে পড়ে টিনের ঘরটি ভেঙে গেছে এছাড়া ও ভুট্টাসহ তার সবজি ক্ষেতের ফসলের ক্ষতি হয়েছে। একই এলাকার শাজাহান মিয়া জানান,তার কাঁচা টিনের ঘরের খুটি উপড়ে পড়ে ভেঙে পড়েছে। এছাড়াও পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘরবাড়ি ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।
আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া মাজার,দোলাপাড়া সহ বিভিন্ন গ্রামে ঘরবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। অনেক সড়কে গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান,গত কয়েকদিনের প্রচণ্ড ভ্যাপসা গরমের পর এই বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি মিলেছে।
যদিও ঝড়ে ক্ষতির পরিমাণ অনেক বেশি।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান,ঝড়ের ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয় বাসিন্দা ও সরকারি কর্মকর্তারা কাজ শুরু করেছেন। ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।
Leave a Reply