নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
সংবাদ শিরোনাম:
বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

নড়িয়া(শরীয়তপুর) প্রতিনিধি: বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে শরীয়তপুরের নড়িয়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে বিজ্ঞপ্তি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, শরীয়তপুরের নড়িয়ায় বেরী বাঁধের বিপরীত পাশে পদ্মা নদীতে চরে ১০ কোটি ঘনফুট বালু নিলামে দেয় নড়িয়া উপজেলা প্রশাসন। যার মূল্য নির্ধারণ করা হয় চার কোটি ৯০ লাখ টাকা। গত ৬ এপ্রিল থেকে ড্রেজার যন্ত্র দিয়ে বালু কাটা শুরু করে ঠিকাদার নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল ।

আজ রোববার সকাল ১০টার দিকে নড়িয়া উপজেলা চত্বরে ফরিদ আহমেদ রয়েলের নেতৃত্বে বালু কাটার পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেন। অপরদিকে পদ্মায় অবৈধ বালু কাটা বন্ধে একই স্থানে সকাল সাড়ে ১০টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, কলাবাগান থানা মহিলা দলের সভাপতি শামিমা জাহান সাথীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশের ডাক দেন। একই স্থানে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকায় ১৪৪ ধারা জারি করেছে নড়িয়া উপজেলা প্রশাসন।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল বলেন, নদীর তলদেশ থেকে বালু মাটি কাটা যাবে না। কেউ যদি বালু কাটে তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। তাই ‘নড়িয়া পৌরসভা এলাকায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকায় আজ সকাল ১০টা থেকে রাত ১১ পর্যন্ত ১৪৪ ধারা জারি বহাল থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌর এলাকায় শৃঙ্খলা রক্ষায় কাজ করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com