নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ছয় ঘণ্টা পর লাশ উদ্ধার

লালমনিরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ছয় ঘণ্টা পর লাশ উদ্ধার

খাজা রাশেদ,লালমনিরহাট।। লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কিসামত নগরবন্দ এলাকায় পুকুরে ডুবে মিরাজ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে নিখোঁজ হওয়ার পর প্রায় ৬ ঘণ্টার উদ্ধার অভিযানে রাতে তার নিথর দেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।


নিহত শিশু মিরাজ পঞ্চগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কিসামত নগরবন্দ এলাকার বাসিন্দা গোলাম মোস্তফার একমাত্র ছেলে।

স্থানীয়রা জানান,শুক্রবার দুপুরে মিরাজ তার দাদা আফজাল হোসেনের সঙ্গে বাড়ির পার্শ্বে পুকুরে গরুর ঘাস ধোয়ার জন্য যায়। দাদা ঘাস ধুয়ে বাড়ি ফিরে এলেও মিরাজ পুকুরপাড়ে পানি নিয়ে খেলতে থাকে।একপর্যায়ে, সে পানিতে পড়ে ডুবে যায়।

পরিবার ও এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করলে বিষয়টি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে, লালমনিরহাট ফায়ার সার্ভিসের সহায়তায় রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা অভিযান চালায়। রাতে পুকুর থেকে মিরাজের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের ডুবুরি আসাদ জানান, পুকুরটির গভীরতা বেশি হওয়ায় উদ্ধার কার্যক্রম চালাতে বেগ পেতে হয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরনবী বলেন,লাশ উদ্ধারের পর শিশুটির মরদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com