নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
সংবাদ শিরোনাম:
প্রথম শ্রেনীর শিক্ষার্থী জিদানের মৃত্যুর ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম, মহেন্দ্র কেড়ে নিল তার জীবন

প্রথম শ্রেনীর শিক্ষার্থী জিদানের মৃত্যুর ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম, মহেন্দ্র কেড়ে নিল তার জীবন

মনজু হোসেন,স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল এক স্কুল ছাত্রের। নিহত ওই স্কুল ছাত্রের নাম জিদান (৬)। তার বাবার নাম নজরুল ইসলাম।
তার বাড়ি দেবীগঞ্জ উপজেলার বলরামুর এলাকায়। দুর্ঘটনার ঘটনায় জিদানের বাবা নজরুল ইসলাম ও তার বড় বোন এবং মাহেন্দ্র চালক গুরুতর আহত হয়েছে। তাদেরকে আহত অবস্থায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
২৩ এপ্রিল বুধবার সকালে দেবীগঞ্জ পৌরসভার এলএসডি মোড়ে এ দূর্ঘটনা ঘটে। জিদান দেবীগঞ্জ  উপজেলার বলরামুর এলাকার নজরুল ইসলামের ছেলে। জিদান দেবীগঞ্জ নর্থ ষ্টার রেসিডেন্সিয়াল স্কুলের ১ম শ্রেনীর শিক্ষার্থী। জিদানের মৃত্যুর ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। নিহত জিদানের মৃত দেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নজরুল ইসলাম সকালে তার দুই সন্তানকে মোটরসাইকেল যোগে দেবীগঞ্জ রেসিডেন্সিযাল মডেল স্কুলে নিয়ে যাচ্ছিল । এ সময় এলএসডি মোড়ে আসলে দেবীগঞ্জ চৌরাস্তা থেকে একটি মহেন্দ্র ট্রাক্টর দ্রুতগতিতে এলএসডি মোড়ে আসলে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ লাগে মোটরসাইকেল থেকে তারা ছিটকে পাকা রাস্তায় পড়ে যায়।
 পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে  দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জিদানকে মৃত ঘোষনা করেন ।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: তুলসী রানী জানান, সড়ক দূর্ঘটনায় আহত অবস্থায় ৪ জনকে মেডিকেলে আনা হয় । এর মধ্যে একজন মৃত অবস্থায় ছিলেন। অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com