নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
নির্বাচনের আগে খুনিদের বিচার দৃশ্যমান করতে হবে–এ্যানী

নির্বাচনের আগে খুনিদের বিচার দৃশ্যমান করতে হবে–এ্যানী

খাজা রাশেদ,লালমনিরহাট।। বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন,নির্বাচনের আগে হাসিনার বিচার দৃশ্যমান হতে হবে।হেলিকপ্টার দিয়ে নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলির নির্দেশ দিয়েছিলেন তিনি।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালায়’ তিনি এ কথা বলেন। কর্মশালায় বিকাল ৪টায় ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন,নতজানু স্বভাবের কারণে আওয়ামী লীগ ১৫ বছরেও তিস্তার পানির ন্যায্য হিস্যা পায়নি। বাস্তবায়ন করতে পারেনি তিস্তা মহাপরিকল্পনা। তারেক রহমান ছাড়া এটি বাস্তবায়নও সম্ভব নয়।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। মিনিমাম যে সংস্কার করা দরকার ৩১ দফার মধ্যে সে কথা উল্লেখ রয়েছে। গত ১৫ বছর দেশের সকল সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট সরকার।সেই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে দেশের সকল শ্রেণির প্রতিনিধিদের সাথে আলোচনা করে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা প্রণয়ন করা হয়েছে। মানুষকে এই-৩১ দফার সাথে সম্পৃক্ত করাই আমাদের উদ্দেশ্য। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়বাদী দল আত্মসামাজিক প্রেক্ষাপটে দেশকে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় ছিল এবং একজন আধুনিক বাংলাদেশের স্থপতি হিসেবে মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে আন্দোলন এবং দেশকে ভবিষ্যতে উজ্জ্বল হবে ওই দৃষ্টিকোণ থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনা করেছেন। খুব অল্প সময়ই তিনি দেশের নেতৃত্ব দিয়েছিলেন। আমরা লড়াই সংগ্রাম করেছি দেশের জন্য,দেশের গণতন্ত্রের জন্য,এতে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, অত্যাচারিত ছিলাম এবং আমাদের পাশ থেকে অনেক ভাইকে হারিয়েছি।

উক্ত কর্মশালায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা,নেওয়াজ হালিমা আরলি প্রমুখ উপস্থিত রয়েছেন।
অনুষ্ঠান সঞ্চালনা করছেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা ইকবাল হোসেন শ্যামল। কর্মশালায় লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলার দুই শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com