নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
লালমনিরহাটে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

লালমনিরহাটে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

খাজা রাশেদ,লালমনিরহাট।। লালমনিরহাটের সাংবাদিক শাহিনুর রহমান শাহিন কে রংপুর কোতয়ালী থানায় দায়েরকৃত ৫ আগস্টের একটি মিথ্যা মামলায় গত ৬ এপ্রিল রংপুর কোতয়ালী থানার দায়েরকৃত একটি মিথ্যা মামলায় বাংলাদেশ প্রেসক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলা টিভি ও দৈনিক খবর বাংলা পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি শাহিনুর ইসলাম শাহিন কে গ্রেফতার করায় তার নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে মিশন মোড়ে গোল চত্বরে বাংলাদেশ প্রেসক্লাব এর লালমনিরহাট জেলা শাখার ব্যানার প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন এসেছে আর একটি বিশেষ গোষ্ঠী লুটপাট মামলা বানিজ্যে মেতে উঠেছে।তারাই দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে। সাংবাদিকেরা যেন প্রকৃত ঘটনা তুলে ধরতে না পারে সেজন্য প্রথমেই তাদের টার্গেট করা হয়েছে। সাংবাদিক শাহিনকে আওয়ামীগ এর দোরস বানিয়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বক্তারা বলে সাংবাদিক শাহিনকে চক্রান্ত করে মামলায় ৫৪ নাম্বার আসামী করা হয়েছে এবং কালীগঞ্জ থানার( ওসি) ব্যক্তিতগ আক্রোশের শিকার হয়েছে।মানববন্ধন থেকে বক্তারা আরো বলে অবিলম্বে মামলা থেকে সাংবাদিক শাহিনেকে অব্যাহতি ও কালীগঞ্জ থানার ( ওসি)কে প্রত্যাহারের দাবি জানান।এ সময় জেলার সকল কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি করেন।

বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় সম্পাদক এস আর শরিফুল ইসলাম রতন বলেন,বাংলাদেশ প্রেস ক্লাবের কালীগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহিনের বিরুদ্ধে রংপুর কোতোয়ালী থানায় একটি হত্যা মামলায় মিতা ভাবে তাকে জড়ানো হয়েছে তা থেকে অব্যাহতি দাবি জানানিয়ে বলে, ফ্যাসিবাদী সরকারের বড় বড় দোসর ও মামলার প্রধান আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে তাদেরকে( ওসি) গ্রেফতার করছে না, (ওসি) আওয়ামী লীগের নেতাদের সাথে চা চক্র করছে, সাংবাদিক শাহিনকে গ্রেফতারের কারণ কি কারণ সাংবাদিক শাহিনের সাথে ব্যক্তিগত আক্রোশ।
সাংবাদিক শাহিন জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে ছিলেন,তাকে চক্রান্ত করে একটি কুচক্রী মহল মামলায় ফাসিয়েছ। তিনি আরো বলেন সাংবাদিক শাহিকে মামলা থেকে অব্যাহতি নাদিলে আমারা কঠর আন্দোলনে যাব, সেই সাথে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সেলিম কালিকে প্রত্যাহার করতে হবে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন,লালমনিরহাট প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মাজাহারুল ইসলাম বিপু, এশিয়ান টেলিভিশন লালমনিরহাট জেলা প্রতিনিধি নিয়ন দুলাল, সময়ের কন্ঠস্বরের জেলা প্রতিনিধি কাওছার মাহমুদ,দৈনিক বাংলাদেশ প্রেসক্লাব শাখ লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক হারুনা রশিদ কল্লোল,আদিতমারী উপজেলা শাখার সভাপতি সাদিকুল ইসলাম প্রমূখ।

এ সময় জেলার সকল কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com