বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে একটি পার্সিয়ান প্রজাতির মা বিড়াল হারিয়ে যাওয়ায় তার সন্ধানে শহরজুড়ে মাইকিং করেছেন মো. সানাউল্লাহ নামের এক যুবক। বিড়ালটির ছোট সাতটি বাচ্চা রয়েছে। তাদের জীবন বাঁচাতেই এমন উদ্যোগ নিয়েছেন তিনি।
শনিবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের টিএনটি রোড এলাকার একটি বাসা থেকে হঠাৎ করেই সাদা রঙের পার্সিয়ান প্রজাতির বিড়ালটি নিখোঁজ হয়। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও বিড়ালটি ফিরে না আসায় দুশ্চিন্তায় পড়েন মালিক।
রাত সাড়ে ৯টার দিকে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিড়ালটির সন্ধান চান সানাউল্লাহ। মাইকে জানানো হয়, হারানো বিড়ালটির ছোট ছোট সাতটি বাচ্চা রয়েছে। মা বিড়াল ফিরে না এলে বাচ্চাগুলোর জীবন হুমকির মুখে পড়বে। কেউ বিড়ালটির সন্ধান পেলে যেন মালিকের সঙ্গে যোগাযোগ করেন—এমন আহ্বান জানানো হয়।
বিড়ালের সন্ধানে এমন ব্যতিক্রম উদ্যোগে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কেউ কেউ বিষয়টিকে মমত্ববোধের দৃষ্টিতে দেখলেও, অনেকে আবার কৌতুক করে ফোন নম্বরে কল দিয়ে হাস্যরসের পরিবেশও তৈরি করেন।
মো. সানাউল্লাহ বলেন, “দেড় বছর ধরে আমরা বিড়ালটি লালন-পালন করছি। হঠাৎ করে দুপুরে ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। ছোট বাচ্চাগুলোর কথা চিন্তা করেই আমি বাধ্য হয়ে মাইকিং করি। ধারণা করছি, কেউ বিড়ালটিকে ধরে আটকে রেখেছে।”
তিনি আরও জানান, এখনো পর্যন্ত বিড়ালটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply