বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রায়ই নানা কনটেন্ট ও ছবি প্রকাশ করে আলোচনায় আসেন কন্টেন্ট ক্রিয়েটর জান্নাতি আক্তার আয়না। এবার তিনি কালো গেঞ্জি পরিহিত একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন— “জীবনের মানেটাই বুজলাম না”।

ছবি পোস্টের পরপরই তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই প্রশংসা করলেও, অনেকে সমালোচনায় মুখর হন। ভক্ত-অনুরাগীদের নানা প্রতিক্রিয়ায় একদিকে আলোচনার ঝড়, অন্যদিকে তীব্র সমালোচনারও মুখে পড়েন আয়না।
ছবির নিচে শাহরিয়ার ইসলাম লাবিব নামের একজন মন্তব্য করেন— ‘বাজে মহিলা’। এই মন্তব্যের জবাবে আয়না আপত্তিকর ভাষায় প্রতিক্রিয়া দেন, যা আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

অন্যদিকে নাজমুল হুদা নামের একজন লিখেছেন— “গেঞ্জিতে অনেক সুন্দর লাগছে রে তোমারে”। আরেকজন, শামীম আহমেদ মন্তব্য করেন— “মাত্র শুরু হয়েছে”।
উল্লেখ্য, জান্নাতি আক্তার আয়না ফেসবুকে বিভিন্ন সময় গান কিংবা নাচের ভিডিও পোস্ট করে আগেও আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন।
প্রবা/আরইসআর
Leave a Reply