ঢাকাশুক্রবার , ১৫ জানুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

প্রচার-প্রচারণায় জমে উঠছে ফেনী পৌরসভার ৮ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মফিজ উল্লাহ কোম্পানি কে নিয়ে

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ১৫, ২০২১ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

প্রার্থীদের গণসংযোগ আর প্রচার-প্রচারণায় জমে উঠছে আসন্ন ফেনীর পৌরসভার নির্বাচন। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে। প্রতিশ্রুতি দিচ্ছেন পরিছন্ন আধুনিক পৌরসভা গড়ার। প্রত্যেকেই নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি। আর ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা

শহরের রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল্লা এখন মিছিল আর স্লোগানমুখর। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। চায়ের দোকান থেকে শুরু করে বসতবাড়িতেও এখন আলোচনার বিষয় শুধু নির্বাচন। প্রার্থীরা ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকা।
এবারের পৌর ৮ নং ওয়ার্ডের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনীত কাউন্সিলর প্রার্থী হয়েছেন মফিজ উল্লাহ কোম্পানি । তিনি এবার ২য় বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন।

বিষয় হলো ভোটারদের চোখে বর্তমান কাউন্সিলর মফিজ উল্লাহ কোম্পানি কেমন স্থান দখল করেছেন। ভোটারদের মন কতটা জয় করতে পেরেছেন। এ বিষয়ে আলাপ হয় পৌর ৮ নং ওয়ার্ডের এলাকার বেশ কয়েকজন ভোটারের সাথে।পৌর ৮ নং শিবপুর এলাকার ভোটার খায়েজ আহমেদ রাজু,নূর নবী,মোঃ মোস্তফা,মিস্ত্রি কালাম,
বারাহীপুর এলাকার ভোটার ও যুবলীগ সভাপতি আজিজ তালুকদার,শাহআলম, পাশা সহ কয়েকজন ভোটারের সাথে আলাপকালে তারা জানান,বর্তমান কাউন্সিলর মফিজ উল্লাহ মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। পৌর এলাকার মানুষদের আপদে বিপদে ছুটে গেছেন তাদের পাশে। করোনার সময়কালে অন্য কোনো নেতাকে পাশে না পেলেও পেয়েছেন বর্তমান কাউন্সিলর মফিজ উল্লাহ কে। নগদ টাকা থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেছেন খাদ্য সামগ্রী। কাউন্সিলর মফিজ উল্লাহ কোম্পানির কাছে ধনী ও গরীবের কোন বিভেদ নেই। নির্বাচনের এই সময়ে অনেকেই নানা কুৎসা রটাচ্ছেন বর্তমান কাউন্সিলর মফিজ উল্লাহ বিপক্ষে। আমরা ভোটাররা সবই বুঝি। এতদিন এই অভিযোগকারীরা কোথায় ছিলেন। ভোটারদের মনে বর্তমান কাউন্সিলর মফিজ উল্লাহ আছেন, থাকবেনও। আমাদের জানামতে বর্তমান কাউন্সিলর মফিজ উল্লাহ কারো ক্ষতি করেন নি। যে কারো ক্ষতি করে নি, সৃষ্ঠিকর্তাও তার ক্ষতি করবেন না। আমরা ভোটাররা বর্তমান কাউন্সিলর মফিজ উল্লাহ পাশে আছি।

আলাপকালে ফেনী পৌরসভার পুনরায় কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর মফিজ উল্লাহ বলেন, আমি মানুষের সেবা করাকে ইবাদত হিসেবে মনে করি। জনগণ আমার পরিবার। জনগণের খেদমত করতে চাই আমি । ২০১৫ সালে পৌরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আমি চেষ্ঠা করেছি সবসময় তাদের পাশে থাকার। যদিও (৫)বছর উন্নয়নের জন্য বেশি সময় নয়। তারপরও এই (৫)বছরে আমার প্রতিশ্রুতির সিংহভাগই পূরণ করতে সক্ষম হয়েছি। আমার এলাকার, ব্রীজ, রাস্তা সংস্কার, মসজিদ অবকাঠামো উন্নয়ন, সড়কবাতি স্থাপন, সড়কে সৌর প্যানেল বাতি স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। আমি আশাবাদী আবারো নির্বাচিত হলে বাকী উন্নয়নমূলক কাজগুলো আমি সমাপ্ত করতে সক্ষম হবো। আমি এলাকাবাসীসহ সকলের দোয়া ও আর্শীবাদ কামনা করছি।

আপনার মন্তব্য লিখুন