গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে মেলার নামে জমজমাট জুয়ার আসর ও অশ্লীল নৃত্যের প্যান্ডেল ভেঙে গুড়িয়ে তা আগুনে পুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। তবে আগেই টের পেয়ে জুয়ারী ও আয়োজনকারীরা অন্ধকারে পালিয়ে যাওয়ায় কেউ আটক কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কে কৈ কাশদহ গ্রামের একটি বিলের ফাঁকা জায়গায় বৈশাখ উপলক্ষে একদিনের জন্য মেলার আয়োজন করা হয়। শুক্রবার দিনের বেলায় মেলায় কিছু দোকানপাটের সাথে একটি প্যান্ডেলে জাদু (ম্যাজিক) দেখানো হয়। কিন্তু সন্ধ্যার পর আরেকটি ঝলমলে প্যান্ডেলজুড়ে চলে নাচ-গানের সাথে অশ্লীল নৃত্য। পাশাপাশি সেখানে বসানো হয় ফর-ডাবু দিয়ে জমজমাট জুয়ার আসর।
এলাকাবাসীর অভিযোগ, বৈশাখ উপলক্ষে একদিনের জন্য মেলার আয়োজন করা হয়। দিনে একটি প্যান্ডেলে ম্যাজিক শো হলেও রাতে সেখানে চলে অশ্লীল নৃত্য। সেই সাথে বসে জুয়ার আসর। স্থানীয়রা বাধা দিলেও আয়োজকরা তা উপেক্ষা করে আসর বসালে, বিক্ষুব্ধ জনতা সেখানে গিয়ে প্যান্ডেল ভাঙচুর করে। পরে সেখানে অগ্নিসংযোগ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাকিম আজাদ জানান, মেলার আয়োজনের বিষয়টি কেউ তাদের জানায়নি। রাতে স্থানীয় লোকজন একত্রিত হয়ে মেলায় থাকা প্যান্ডেল ভাঙচুর করে তাতে আগুন দিয়েছে। পরে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply