নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
গাইবান্ধায় পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবি আদায়ের কর্মসূচি অনুষ্ঠিত

গাইবান্ধায় পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবি আদায়ের কর্মসূচি অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি: পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে গাইবান্ধায় এক বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২১ এপ্রিল সকাল ১১টায় গাইবান্ধা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জিয়েট) প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

র‍্যালিতে অংশগ্রহণ করে জেলার তিনটি পলিটেকনিক ইনস্টিটিউট:
উত্তরবঙ্গ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, গাইবান্ধা
গাইবান্ধা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জিয়েট)

জিইউকে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি
র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাণাসাস চত্বরে এসে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ, যেখানে শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে সরব হন।

সমাবেশে বক্তব্য রাখেন জিয়েট-এর শিক্ষার্থী শাকিল আহাম্মেদ ও নাজমুল ইসলাম জিইউকে থেকে বাধন
উত্তরবঙ্গ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট-এর শিক্ষার্থী মেহেজাবিন জিম বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী

শিক্ষার্থীদের ৬ দফা দাবি নিম্নরূপ: ১. জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল।

২. ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল।

৩. ১০ম গ্রেডে উত্তীর্ণদের জন্য সংরক্ষিত পদে ডিপ্লোমাধারীদের অবমূল্যায়নের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা।

৪. কারিগরি শিক্ষাব্যবস্থাপনায় অ-কারিগরি জনবল নিয়োগ নিষিদ্ধকরণ।

৫. ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ নামে পৃথক মন্ত্রণালয় এবং ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন।

৬. পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট পাস শিক্ষার্থীদের জন্য উন্নত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা

উল্লেখ্য, শিক্ষার্থীরা দাবিগুলো বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং জানান, তাদের ন্যায্য অধিকার আদায়ে ভবিষ্যতেও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com