নোটিশ :
► সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।  ► আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন : ০১৭৪০৬৯২৯২৩
লালমনিরহাটে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ সংক্রান্ত-কর্মশালা অনুষ্ঠিত

লালমনিরহাটে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ সংক্রান্ত-কর্মশালা অনুষ্ঠিত

খাজা রাশেদ, লালমনিরহাট ::জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ভোজ্য তেল ক্রয়-বিক্রয়ে ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৩০ এপ্রিল ২০২৫ ইং তারিখ  বুধবার সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

ভোক্তা ও ভোক্তা অধিকার নিয়ে স্লাইড প্রদর্শন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক,জান্নাতুল ফেরদৌস এর পরে ভোজ্যতেলের ড্রামের অনিরাপদ ব্যবহার বন্ধের গুরুত্ব সূচক একটি টিভিসি ভিডিও প্রদর্শন করা হয়।

ভোজ্য তেলের মান অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে ড্রাম ব্যবহার বন্ধ করতে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা শীর্ষক প্রদর্শনী ও বিশ্লেষণ করেন কর্মশালার বিশেষ অতিথি ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং কনসালটেন্ট(অ্যাডভোকেসি),ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুশতাক হাসান মুহঃ ইফতিখার।

কার্যক্রম গবেষণাগার,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক(উপসচিব) ফকির মুনাওয়ার হোসেন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাহবুবুর রহমান, সিভিল সার্জন আবদুল হাকিম, ভোক্তা অধিকার লালমনিরহাটের সহকারী পরিচালক শেখ সাদী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাংলাদেশ(CAB) এর লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম(লিটন), ক্যাবের সদস্যবৃন্দ,ব্যবসায়ী প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

লালমনিরহাট জেলা প্রশাসক  এইচ এম রকিব হায়দার বলেছেন,নোংরা যুক্ত ড্রাম পরিহার করুন। পরিস্কার সোয়াবিন তেল ব্যবহার করুন। সচেতনতা বৃদ্ধির লক্ষে সবার সাথে মতবিনিময় করুন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com